বাসা তব শান্তি বিরাজমান
নিত্য শুনি মিষ্টি খুনসুটি
মহাবিশ্ব এক নিরালা বটে
সংসার পাতি শক্ত খুঁটি।

রক্তজমাট করে গড়ি ধরণী
আপন খেয়ালী মন ধার
স্বপ্ন দেখি গল্পের মতো
কোমল নীড়ে বারবার।

নীড় যদি হয় পাখির মতো
সুন্দর পূজারী মজ্জা
আপন মনে থাকে যত সুখ
মিলেমিশে করি সজ্জা।