ঘুমন্ত মেঘের জাগ্রত প্রয়াস
ঝরলো অঝর ধারায়
অশান্ত রোদের তীব্র ছোঁয়ায়
কাটলো এবার মায়ায়।
তীব্র রোদের থাবা ভেদে
নামলো অঝর ধারা
শান্ত হলো প্রকৃতি আর
স্বস্তি জগৎ পাড়া।
মিষ্টি মিষ্টি শীতল সমীরণে
জাগল ঘুমের আবেশ
কাঁথামুড়ি দিয়ে ঘুমাও এখন
উপভোগে মনোনিবেশ।
ছোট্ট ছোট্ট দারুণ অনুভূতি
জাগে অবুঝ মনে
কী করিব এমন পরিবেশে
ভাবছি তা ক্ষণে ক্ষণে।
নব জলের স্রোতে আছে
এক অনুভব নতুন
তাকে বুঝতে চাই যে তাই
করছি মনের যতন।
মেঘ যে এখন কষ্ট ভুলে
করছে কান্নাকাটি
দেখছে তাহা জগৎজুড়ে
সাজছে পরিপাটি।
বৃষ্টি জানে বৃষ্টির মানে
স্নান সে প্রকৃতির
পরিচ্ছন্ন হয়ে আবার শুরু
বাচাঁর মূল গতির।
মানবজাতির লোভের কাছে
আজ মেনেছে পরাজয়
ফিরবে সে ধারা আবার
সবাই যদি সচেতন হয়।