ছাইচাপা আগুন কি আর
ঢেকে রাখা যায়?
সুযোগ করে বেরিয়ে আসবে
সুন্দর নিরালায়।

জন্ম হোক যথা তথা
গল্প সবার জানা
মেয়েটির জীবনে তা
মেলে ধরেছে ডানা।

মায়ের মৃত্যু বাবার কষ্ট
সবকিছু ছাপিয়ে
মেধার বিকাশ ঘটিয়ে যাচ্ছে
সারজানা দাপিয়ে।

টিনের চাল ফুটা থাকুক
তাতে কী যায় আসে?
আপন হাতে গড়বে বলেই
স্বপ্ন নিয়ে বাঁচে।

আইন বিষয়ে পড়বে সে
গড়বে নব সমাজ
লক্ষ্য অটুট ছিল বলেই
ঢাবির হয়নি লাজ।

বর্গা চাষির অনুপ্রেরণা
হিমেল শর্মার স্বপ্ন
রবিউল স্যারের সহযোগিতায়
সারজানা আজ রত্ন।

অভাব তো হয়না টাকার
অভাব হয় স্বভাবে
দৃষ্টিভঙ্গি না বদলালে
বদলাবে কীভাবে?