স্পষ্টভাষী বলিষ্ঠ কন্ঠ তীব্র কথার গাঁথুনি
হতে হবে জগৎ মাঝে ঠিক যেমন তেমনি
মিনমিন কিনকিন বাজে লোকের স্বভাব
এভুবনে এমন লোকের হয়না কভু অভাব।

কে কী বলিল সেটা নয় দরকারী কাজ
কল্যাণে করবে কাজ মানতে হবে সমাজ
এসব যদি হয় কোনদিন বলতে হবে ভালো
তবেই তো উঠবে ফুটে জগতের আলো।

পরের কাছে ভালো থাকার জন্য যে কী করি!
নিজের কাছে সৎ হলেও অনুশোচনায় মরি!
দরকার নাই পরের কাছে এত ভালো থাকা
নিজের কাছে সৎ হলেই সবকিছুই পাকা।

দুষ্টুলোকের মিষ্টি কথায় ভুলবোনা কোন কিছু
আপন মাঝে সৎ হলে সাফল্য আসবে পিছু
আসুন সবে একত্রে আজ অসৎকে না বলি
বিচক্ষণ হয়ে মোরা সহজ সরলপথে চলি।