আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই
বিশ্বাসী ও সৎকর্মীরা ভাই ভাই
নিশ্চিত তাদের কোন ভয় নাই
প্রশান্তি তাদের বিরাজ করে তাই।

বিধি তুমি আছো বলেই
নিয়মের এতো আয়োজন
না থাকিলে কোন কিছুরই
হতোনা কোনো প্রয়োজন।

তুমি যা চাও বুঝিনা আমি
কেমন করে কী করি?
জ্ঞানের আঁধারে দিনরাত তাই
বাবে বারে যাই মরি!

আল্লাহ বলেন আসো মোর ছায়ায়
পাবে রহমত পাবে নেয়ামত হেথায়
অন্যায় থেকে বিরত থাকো সদায়
জান্নাতের সুখবর তোমাতেই সুধায়।

চাও তুমি যা কিছু সবই দিব আমি
কী আছে ধরণীতে মোর চেয়ে দামী?