আশায় মানুষ জীবন ভাসায় নিলয় গহীন জলে
বিনিময়ে পায়না কিছুই ভালোবাসার ছলে।
চায় প্রতিক্ষণ অনুভবে স্বপ্নে থাকে দুলে
কষ্ট নিয়ে বেঁচে থাকে মনোশক্তির বলে।
সবার জীবনে আসে সুন্দর দিন
কারো ফলে বা কারো যায় বিফলে
তাই বলে তো জীবন থাকেনা থেমে
স্রোতের মতো ভেসে চলে সময় নামের গেমে।
স্রষ্টার ইচ্ছায় সবকিছুই হয় একথাটি মেনে
প্রতিটিক্ষণ পার করেছি যাইনি কভু থেমে।
মানুষ পারেনা এমন কিছু আছে কী দুনিয়ায়?
যা পারেনা সেটা তো কিছু নয় মহিমায়।
সব মেনে নিয়েছি আমি মেনে নিয়েছি আলো
হয়তো তাই আমি বেসেছি তোমায় ভালো।
স্বপ্ন যদি মিথ্যে হয় জেনে নিও ভাই
এ জীবনে আর কিছু নেই নষ্ট করিব তাই।
আপন করে পাবো তোমায় এটা ভেবে ভেবে
সময় হেলায় হারিয়েছি অনন্তকাল নেবে!
অবশেষে বুঝতে পেরেছি সবকিছু মিছে
মরীচিকার মতো ঘুরেছি তোমার পিছু পিছু!
হয়নি কোন লাভক্ষতি কিংবা হয়েছে
সময়ের স্রোতে ভেসে কিছু অভিজ্ঞতা বেড়েছে।