বিশুদ্ধ বায়ুর কারখানা ভাই
সবার বাড়িতে নাই
যার বাড়িতে আছে সেটি
তার খবর জানাই।
আম কাঁঠাল গাছ আছে
খোলামেলা বাড়ি
নিমগাছ দুটি আছে মিশে
যেন সারি সারি।
বিষন্ন মন কাঁদে সারাক্ষণ
হাসির নাই দেখা
চাঁদের আলো লাগে ভালো
হৃদয়টা আজ ফাঁকা।
হারিয়ে গেছে বন্ধু আমার
নিম গাছের তলে
খুঁজি তাকে দিনে রাতে
ভেজা নয়ন জলে।
শক্ত হাতের শক্তি দিয়ে
টানি নিমের ছাল
ভেঙ্গে যায় নরম কোমল
পাতায় ভরা ডাল।
নিত্য হেথায় জন মানব
এসে করছে ভীড়
পথ্য বানাতে লাগবে হতে
বিনয় কিংবা বীর।
বৃক্ষটিযের মালিক আছে
লোকটি ভীষণ কড়া
তাকে বুঝাতে কায়দা করে
কবি লেখেন ছড়া।
বৃদ্ধ বাবু বেজায় খুশি
ভ্রমণ করতে পেরে
বাড়ি ফিরে সবাইকে সে
বলছে হাত নেড়ে।
চোখে মুখে খুশির জোয়ার
উত্তেজিত সবকিছু
শেয়ার করতে হবে সবই
নইলে থামবেনা পিছু।
হিম হিম পবনে জানি
হৃদয় শান্ত হয়
আলোর লুকোচুরি মাঝে
আনন্দ জেগে রয়।
ছাতার মতো আগলে রাখে
ঔষধি তার নাম
বিনামূল্যে পাই বলে তাই
দেইনা তেমন দাম!
বিশুদ্ধ অক্সিজেন পাই নিত্য
নিম গাছের তলে
তারি গুণগান গাইছি এখন
সবাইকে বলে বলে।