জীবন হলো বহমান নদীর মতো
থেমে গেলেই ইতি
স্রোতের ভেলায় ভেসে যায় সবকিছু
থেকে যায় শুধু স্মৃতি।

জীবন হলো শুকনো পাতার মতো
ঝরে গেলেই শেষ
সজীব পাতায় রেখে যায় সবকিছু
ফুরায়না তার রেশ।

জীবন হলো জমাট বরফের মতো
গলে গেলেই পানি
শুভ্র বরফের বাঁধানো দীর্ঘসুর
চিরসত্য বলে জানি।

জীবন হলো বৈশাখী ঝড়ের মতো
হঠাৎ এসেই ফাঁকি
নিয়ে যায় সব দুরন্ত আবেগ
কিছুই থাকেনা বাকি।

জীবন হলো রোদেলা হাসির মতো
মিষ্টি সুরে রাঙে
লুকোচুরি খেলে বৃক্ষ পল্লব মাঝে
নব প্রাণের ঘুম ভাঙে।

জীবন হলো পাখির ডানার মতো
দিগন্ত জুড়ে উড়া
ঘুড়ে বেড়ানো সমস্ত ধরণীর বাঁকে
আপন সৃষ্টি গড়া।