পড়তে ভালো লাগেনা স্যার
কি করমু কন?
পড়া ছাড়া যা খুশি দেন
করে দিচ্ছি এখন।
রাত জাগতে ভালো লাগে
ঘুমাতে চাই দিনে
এখন ঘড়ি উল্টো ঘুরে
মানুষ চলে ঋণে।
বইয়ের পড়া খুব বিরক্তি
ফেসবুকে গল্প পড়ি
স্ট্যাটাস দিতে দারুণ মজা
কমেন্ট শেয়ার করি।
আড্ডা দিতে টিজিং করতে
অনেক ভালো লাগে
পড়ার কথা শুনলে পরে
রাগটা বেজায় জাগে।
পড়ার কাজ মেলা কঠিন
করতে লাগেনা ভালো
জানি এটাও না করি সেটা
জ্বলবেনা জীবনে আলো।
জীবনের আলো জ্বালবো বলে
দিনরাত বই পড়ি
ভালো রেজাল্ট করে পরে
মানুষের বাহবা কুড়ি।
কী হবে করে পড়ালেখা!
বলেন আমায় স্যার
মামা খালু নাই আমার
দেবেনা কেউ ছাড়!
ইতি চিন্তা নিয়ে আছি
ছোটবেলা থেকে
এসব দেখে নেতি চিন্তা
মনে যাচ্ছে বেঁকে।
বাবা বলে কী লেখাপড়া
করলি রে তুই বাপ?
বেকার থাকবি এটাই কী
তোর জীবনের অভিশাপ!