এতো মায়া কেন লাগে বলতে পারো কেউ?
কে পারে দিতে এক নিমিষে মনে শান্তির ঢেউ
দেখিলে সন্তানের মুখ পালিয়ে যায় সব দুখ
কচি হাতের পরশ পেলে বুকে লাগে সে-ই সুখ।
শান্ত হয় সারাদিনের ক্লান্তি এক মিষ্টি হাসিতে
ফিরে পাই শক্তি আবার নতুন দিনের খুশিতে
প্রতিদিন দেখি বিস্ময়ে তার বেড়ে ওঠার শক্তি
দিনে দিনে বেড়ে যাচ্ছে সৃষ্টিকর্তার প্রতি ভক্তি।
অনুভবে কাটে সারাক্ষণ যেন কী এক জাদুতে!
নাড়িয়ে দেয় মনটা অদ্ভুত এক অনুভূতিতে!