তুমি
আমার ভালোবাসার ক্যানভাসে রংতুলি তুমি
নীলাকাশ পাহাড় দিগন্ত জোড়া মাঠ তুমি
সুনীল চোখের তারা তুমি
ভাবনার নীলপদ্ম তুমি
সম্ভাবনার নব আলো তুমি
তুমিই প্রথম তুমিই শেষ
তুমি আমার অনুভূতি
তুমি আমার প্রাণ
তুমি বিনা আমার জীবন মরুভূমি।

আমি
আমি নিরন্তর ছুটে চলি অলক্ষ্যে পানে
জানিনা আমার সাফল্য আছে কোনখানে
আমি ব্যর্থ আমি বলিনা সেকথা
আমায় নিয়ে কিছু মানুষ ভাবে অযথা।

চাই
চাই শুধু চাই পেলে আরো চাই
নাই পাওয়ার ক্লান্তি
পেট ভরে মন ভরে ভরেনা তবু চোখ
শুধু থাকে মন ভরা ক্ষোভ
এত চাওয়া এত পাওয়া
নাই তব অন্তি
সব পেলেও এক জীবনে
রয়না প্রাণে শান্তি।