(9) *অপূর্ব ভারত *
সুখ নাই, শান্তি নাই, নাই কোনো ভরসা।
স্তব্ধ প্রকৃতি, চলে দেখ সারাক্ষণ জাতি দাঙ্গায় বর্ষা।।
১৩৪ কোটি জনতা ধন্য আজ যার পরশ ছুয়ে।
অতীতের মতো নয়, এখন গেছে শুয়ে।।
কতদিল শস্য, কত দিল ফুল আর ফল।
আরও দিয়েছে জনতার তরে দেখ নদী ভরা জল।।
গ্রাম ভরে কাঁচা বাড়ি, শহরে কত অট্টলিকা, ইমারত।
এইতো জনতার অপূর্ব ভারত!
চলার পথে বাঁধা দেয় নামধারী ঈশ্বরবাদী জনতা।
হাতে ধারাল অস্ত্র, মুখে তৃক্ষ্ণ কন্ঠসর, দেখায় তারা ক্ষমতা।।
খুনোখুনি, মারামারি, কাটাকাটি, বহে কত রক্তের স্রোত।
যেখানে সেখানে লাশের ইমারত।।
এইতো জনতার অপূর্ব ভারত!
চলার পথে হোঁচট খায় সংখ্যা লঘু যারা।
অবহেলিত, লাঞ্চিত হয় সারাক্ষন মানুষ মুখো জানোয়ারদের দ্বারা।।
আইন আজ তাদের হাতে, দেখাই তারা ক্ষমতাবান।
তাদের নেই বোঝার ক্ষমতা,দেয় গুড়িয়ে সংবিধান।।
সন্ত্রাস মুক্ত করতে গিয়ে গড়ে তোলে সন্ত্রাসের ইমারত।
এইতো জনতার অপূর্ব ভারত!
(KALAM HABIB)
02/07/2018
sahaban chak,bedrabad, baishnabnagar
malda.