"জন্মভূমি"
জীবনের গহিন ব্যাথা,
বুকের ভিতর চাপা কথা,
সবি যেন সহিছ তুমি,
ও আমার জন্মভূমি।
শত বেদনার পরে,
সবি আপন করে,
যেন নিয়েছ  তুমি
ও আমার মাতৃভূমি ।
তোমার বিরহে,
জীবন মোহে
কি করে আমি সহি
ও আমার মমতাময়ী।
শত আঘাত পেয়ে,
তোমারি গান গেয়ে,
নিছক্ তোমায় বেয়ে,
যাবো আমি গড়িয়ে,
হৃদয় নড়িয়ে,
ও আমার স্বদেশভূমি।
আর হবেনা বুঝি শেয়ার,
ভালোবাসা দেয়া-নেয়ার।
জানিনা কখন, ডাকিবে নিধন
তোমায় করি একা।
সম্মুখের প্রতি সময়
তোমার আমার যেন শেষ দেখা।
শত বিরহ বেদনার পরে,
এ ভাঙা হৃদয় ভরে,
আশিস মাগি আমি
তোমারি চরণ চুমি
ও আমার জন্মভূমি
ও আমার মাতৃভূমি।।
(১৮/১০/২০১৮)