(২)  "শপথ নতুন বাংলার"
নতুন করে মেতে ওঠো,
নতুন করে কাজে ছোটো,
সন্দেহ নেই  আর।
আশা পেয়েছি,
শপথ নিয়েছি,
নতুন বাংলার।।
গড়িয়া তেইশ জেলা,
ছড়াইয়াছে মমতার মেলা,
বৌদ্ধ খ্রিস্টান হিন্দু মুসলমান।
দিদি নাম ডাকিয়া,
যায় মন হাঁকিয়া,
বাংলায় হই আগুয়ান।।
মানুষে মানুষে মিলে,
শপথ মোরা নিলে,
জাতি দাঙ্গা নয় আর।।
আশা পেয়েছি,
শপথ নিয়েছি,
নতুন বাংলার।।
আসিবে দিদি,
করিবে বিধি,
সকলের ওপর।
রঙিন দিনে,
দন্দ বিনে,
খুশি হই কত শত নারী ও নর।।
দন্দ বিবাদ নয়,
এক সাথে করবো মোরা জয়,
শীর্ষে পৌঁছে দিদির আসন।
দেখবোনা কোনো গোত্র,
সকল ভাই বোন হয়ে মৌত্র,
মিথ্যা নয়, শুনবো সত্য ভাষণ।।
দেখবোনা কোনো জাতি,
সকলেই হাত মোরা পাতি,
এই মাটিতে দুঃখ কষ্ট আসুক যার।
ধর্ম নিয়ে করলে কুটনীতির চাল,
প্রস্তুত করবো অস্ত্র, কামান গোলার মাল,
নীরব থাকবোনা মোরা আর।।
ধরবো অস্ত্র,
খুলবো বস্ত্র,
শিরশ্ছেদ করবো মোরা তার।
আশা পেয়েছি,
শপথ নিয়েছি,
নতুন বাংলার।।
----------<[০২/০৮/২০১৮]>-------
---------<[(কালাম হাবিব)]>-------
(সাহাবান চক,বেদরাবাদ,মালদা)