শেক্সপীরীয়ান সনেট অবলম্বনে রচিত
  -------<[২৫/০৮/২০১৮]>-----(৩৭)
★*******স্বপ্ন তোমারি দোষ *******★
আবেগময়ী নয় তো জীবন মোর! (ক)
সদা কষ্টে কষ্টে ভাবনাগ্রস্ত চলে!(খ)
দেখিয়া স্বপ্ন, খুলিবারে চাই সুখের দোর!(ক)
মন যেন বারে বারে একথায় বলে।(খ)
শুধু তো গল্প নয়!(গ)
শুধু কি ভাবনা?(ঘ)
বাস্তবে ও তো হয়।(গ)
কিন্তু তা স্বপ্ন ছাড়া পাবনা।(ঘ)


সত্যিই কি তা স্বপ্নের ফল?(ঙ)
নয়তো মোর ভাবনা কোথায়? (চ)
কত শত ঢের ভরে, নয় তো শুন্য চল!(ঙ)
কখনো পূঃ,পঃ কখনো উঃ,দঃ সর্ব দিকে মোর ভাবনা যায়!(চ)


খালি হাত, ভাবনা ঠাসা মন!(ছ)
ও স্বপ্ন তোমারি দোষ, তোমায় করি অগণন! (ছ)