"পরিচয় নয়, মিল"(নং৫৬)
কালাম হাবিব
(০৪/১০/২০১৮)
খুঁজে খুঁজে দিশেহারা,
সংবিধানের ধারা।
বাকি রাখিনিও মহাগ্রন্থের পাতা
কোথাও পাইনি খুঁজে
সবই দেখেছি বুঝে।
কিন্তু সামনে অবিরত
সমাজকে করে ক্ষতবিক্ষত
করিছে চরণবিচরণ।
উল্লাসিত, উচ্ছাসিত
মন রঙ্গ-তামাশায় অবিলম্বিত
কাটাইছে জীবন।।
আধিক্য আবরিত নগ্ন,
জীবন ধ্বংসে মগ্ন।
কারও স্বর ওঠেনা;
কেউ নির্বণে ছোটেনা।
আমার স্বর ওঠে তালা
বদ্ধ বক্ষদেশে। যা কুরে কুরে করে ক্ষয়।
আমার তীক্ষ্ণ স্বর ওঠা বিদীর্ণ হৃদয়।।
আমার চক্ষু দর্শনে করে হায় হায়!
কেন ওই অদ্ভুত জীব পরিচয় রাখেনাই!
জানিনা কোন
উদ্ভট গরিমায়,
শয়তানি মহিমায়
তাদের পঠন।
কিছু মিলেনাই কেবলি শুধু;
হয় পুরুষের বধূ, তাই মানবের মতো
শারীরিক গঠন।।