★স্বার্থরক্ষা ★(৪৫)
                  [২৮/০৯/২০১৮]
                (১)  [কালাম হাবিব]
হাতে হাতে হাতা হাতি,
সমাজ নিয়ে রাতারাতি,
উনুন নাকি স্বার্থ রেঁধেছে।
পুড়ে নাই জ্বালানি,
কম পড়ে তেল পানি,
তাতে চোখ-কানেতে তর্ক বেঁধেছে।
শয়তান দেয় উসকানি,
হাত পায়ের সুস্থানি,
মন তাতে ডুকরে ডুকরে কেঁদেছে।
                 (২)  
চোখ বলে আমি স্বার্থে দেখেছি,
পকেট বলে আমি  স্বার্থে রেখেছি।
কান বলে আমি  স্বার্থে শুনেছি,
মুখ বলে আমি  স্বার্থে গুনেছি।
পা বলে আমি স্বার্থে ফেলেছি,
পেট বলে আমি স্বার্থে হেলেছি।
গলা বলে আমি স্বার্থে গেলেছি,
পায়ু বলে আমি স্বার্থে খেলেছি।
লবণ বলে আমি স্বার্থে গুলেছি,
মন বলে আমি আসল স্বার্থই ভুলেছি।
               (৩)
ইবলিশ বলে আমি স্বার্থেই
স্রষ্টার সহিত প্রতিজ্ঞা করেছি,
আর সবাইকে আমিই আঁকড়ে ধরেছি,
জান্নাত বলে আমি স্বার্থেই অনেক
অনেক অনেক.........দূরে সরেছি।
এখন আমি বলি মোরা স্বার্থেই সত্যের
পথে যাবো,
সকলে স্বার্থেই ব্যস্ত থাকবো
কী করে জান্নাত পাবো!
                                  [১০.০৯pm]