👚👕👖(4)আমন্ত্রিত বন্ধু 👚👕👖
আইলো গো বন্ধুর আমন্ত্রণ হেমন্তরি শেষে।
আপন  আপন  রং-বেরঙের  বেসে।।


কোথায় যে ছিল বন্ধু কত গোপন তলে?
হেমন্ত তো নেয়না তাকে শীত স্বাগতম বলে।
শীতলা কয় এসো বন্ধু বুকের ওপর চলে।।


আইলো গো  বন্ধুর আমন্ত্রণ হেমন্তরি শেষে।  আপন সাজে সেজে,  রঙের ঢঙের বেসে।।


পাঁচ পাঁচটি কাল কাটিয়ে শীতের মাথায় এসে।
বন্ধুর যে বয়স হয়ছে বন্ধু গেলো ফেসে।।


তার বদলে নতুন বন্ধুর হইল আগমন।
সেই আনন্দে উতলা হয় যে কত জন।।


শীতের পরে বসন্ত উঠলো যখন জেগে।
আমন্ত্রিত বন্ধু গেলো নিজ সীমানায় ভেগে।।


আমন্ত্রিত বন্ধু আরে থাকুক যতই গোপন তলে।
সেই বন্ধু ছাড়া কি  কোনোমতে চলে?
একথা বলবে যেন শীতের কবলে।।


বন্ধু আমন্ত্রিত হয় গো শুধু শীতকালে।
তাতো একবার নয় হয় প্রতি সালে।।
গোপন কক্ষতল হতে বন্ধু জড়ো হয় পালে পালে।
তাই তো চলে বন্ধু শীতেরি তালে তালে।।
<[১১/১২/২০১৭]>
কালাম হাবিব
সাহাবানচক,
বেদরাবাদ,
মালদা