কেয়ামত সিরিজ -১
""""""""""""""""""""""""
চিরন্তন সত্য, রবের শর্তে
কায়েম হবে তাহা এ মর্ত্যে
এ কেমন কী?
শত কোটির সওয়াল দেখছি
কেমন কেয়ামত? কেয়ামতবাই কি?
উত্তর পাই হাজার সত্যের মাঝে,
রবের বাণীই হৃদয়ে সাজে।
কেয়ামত হলো এই দুনিয়ার শান্তি
হইবে নীরব ঘটিবে মর্ত্যের পরিসমাপ্তি।
ধরিয়াছি হাল, পত্তন পতন কাল,
যাহা আওড়াচ্ছি সবে নিত্যনৈমিত্তিক
না জানি হঠাৎ করিয়া কবে
পতন হবেই হবে! ঘটিবে কেয়ামত।।
অহং,বিদ্বেষী চারই হস্ত-পদ জীব
হারাইবে না জানি কতই নেয়ামত!
"এসেছে কোরান, এসেছে শুদ্ধ হাদীস!"
কী ঘটে আর কী নাই বা ঘটে অহর্নিশ
দিয়েছে সব ভরে
সকল সৃষ্টির তরে
মহান রব
যাহার সব
ভুবন ও ভবে, শির উঁচিয়ে সবে,
জেনেছে শতশত আলেম ওলামা,আর
মোদের তরে মহান স্রষ্টার কী অধিকার?
তুমি জ্ঞানী, আলেম তুমি তোমার জ্ঞাত সব
কেয়ামত ও আলামতে কী-বা ইঙ্গিত
দিয়েছেন মহান রব।
তাই বলে সবার তরে
তুমি যদি ফরফর করে
দিয়ে দাও বিলিয়ে।
তাহাতে মেলে ডানা
ফিতনা ফাসাদের ছানাপানা
তোমারই এলেম-এর করে সম্মানহানি
শিরায় শিরায় যাবে মিলিয়ে।
এহেন কর্ম নিষ্পাদিত হইবার সমীপে
কর্ণকুহরে গাঁথিয়া লহ এক সত্য বাণী!
"শ্রোতাদের বোধের পরিমাণ
জ্ঞাত হইয়া গীত সত্যের গান!"