(১)**ছন্দ আর নয়**
ছন্দ এখন আর নয়,
প্রস্তুত করবো সদা দন্দ।
করবো আমি জয়,
গড়বো ভালোর সাথে মন্দ।।


দেখবো আমি দুনিয়াদারি,
সমাজ আর দেশ ব্যবস্থা পড়ছে  ঘুর্ণীপাকে।
বায়ুও আজ দূষণকারী,
মুখ দিয়ে আজ বেশি দূষণ হয়ে থাকে।।


ছন্দ নিয়ে ব্যস্ত আজি,
সুরের সীমা নাই।
দন্দ নিয়ে দুনিয়া রাজি,
শয়তানি পনাই।।


ছন্দে দেয় নীরবতা,
মুগ্ধ দেশদেশান্ত।
চায় না স্রষ্টার সহয়তা,
ব্যস্ত উঃদঃপূঃপঃ সীমান্ত।।


ছন্দ আমি ছাড়ি,
গড়বো দন্দের নিশান।
দেবো দেশ দেশান্ত পাড়ি,
দেখাবো মানুষ গড়ার কিষাণ।।


ভেবনা কেউ ভুল,
সত্যবাদীই থাকবো।
হারাবো না কূল,
সত্যকেই উঁচিয়ে রাখবো।।


আমি নয়তো ছন্দের  জ্ঞান পাগল,
আদিদন্দেই বিচরিত হবো।
চিনিয়ে দেবো রাম ছাগল,
দন্দের তীক্ষ্ণতার শেষ মূহূর্তেও জাগ্রত রবো।।
<[(২৭/০৭/২০১৮)]>