কবিতা:-"পৌষ পার্বণ"
          রচনাকাল :-১৭/০১/১৯
                কবি:-কালাম হাবিব
"""""'''''''"""''''''''''''''''''"""""""""""""""""""""""""""""""""""
নলের গুড়ের পিঠা,       লাগে ভীষণ মিঠা,
               পৌষ পাবনের দিনে।
সূত সুদ্ধ মাতা পিতা, কমল বিমল সুফিয়া সবিতা,
               জড়ো দন্দ বিবাদ হীনে।।
আমেজ হয় গন্ধ শুকে,         উষ্ম উষ্ম পিঠে মুখে,
                হীম মহিমাময় রাতে।
থরে থরে সুগন্ধি পোলাও,     সবার পাতে আছে ঢালাও,
              স্বর্গ সুখ তুলেছে হাতে।।
ছড়িয়ে দিয়ে তৃপ্তি তান,     কন্ঠে তুলে বিদায় গান,
                ভাটার নিশান ব্যস্ততায়।
চক্ষু সবার ছলছল,             বস্তি জুড়ে কোলাহল,
               পৌষ পাবনের অপেক্ষায়।।