কোথায় আমার জন্ম, কোথায় আমার বাসস্থান?
কে ধরেছিল গর্ভ আমায় কারবা আমি সন্তান?
চায় যদি উত্তর কাঁপিস সবে থরথর।
ভয় নাই তোদের উত্তর বলছি অতিসত্বর।
তোরায় দিতেছিস জন্ম আমার,
বছরে একটিবার।
মনে লাগছে যেমন যার।
কেহ উদ্ধারিতে ফন্দি আঁটে,
মজা লুটে হাটে বাটে,
চালায় সুখের সংসার।
কাহারোও সুখের দিন,
দুঃখ নিয়ে সীমাহীন,
হয় জীবন ছারখার।।
কাহারোও দেখি রূপের বাহার,
কাহারোও দেখি জুটেনা অন্ন আহার।
তোরা ওই স্বার্থান্বেষীর দল,
আমায় ওই একটি কথা বল,
আগে মাথার ওপর তো,
পরে কেন পায়ের গুতোই
জুটে জলের তল?
পাপের ঝুলি আমায় সোপে,
পাক দিস বটতল্লির গোফে।
হায় মানব তোদের এ কী কর্ম,
বুঝলি না দেবীর মর্ম!