একদা এক বৃত্তশালী,
এদিকওদিক ঘুরতো খালি,
জীবনটারে করে কালি।
ছড়াইয়া সৌরভ,
দেখাইয়া গৌরব।
হাসি খুশি মুখে,
চলতো সুখে সুখে।
সবারই মুখে সুনাম,
ছিল অতি দেহের দাম।
নিজেকে না চিনে,
জ্ঞান চক্ষু হীনে।
কাটাইছে রবহীন ঋতু্,
হইয়া শয়তানি ভিতু।
পাশে রেখে রাইফেলধারী,
হইয়া পাপের ভাগিদারী।
হেদায়েতের পথ করিয়া অতি হার্ড!
দেখাইয়া আল্লাহকে ভয়!
দোজক করিয়া জয়!
সঙ্গে লয়ে বডি গার্ড!
(২৮/১০/২০১৮)