(৩০)★চায়ের দোকান★
              (০৬/০৯/২০১৮)
সারাদিন হইচই,
                   সন্ধে বেলা বুঝি।
আসর পাতিয়ে,
             আমেজ দিয়ে শান্তি মোরা খুঁজি।।
যতোই হোকনা ঝড় বৃষ্টি,
           আর যতোই থাকুক শীতের মরশুম।
প্রতিক্ষায়িত চায়ের কাপ,
             নেইকো চোখে সকাল সন্ধে ঘুম।।
বাড়ির শত হুকুম মকুব করে,
                  সেই সুখসুখানির মজলিশে,
ছুটে চলি সেই পথ ধরে,                      
                  শোনা গোনা ভিড়ে মিশে।।
কেউ সেথা অপমান,
                   কারও মুখ প্যাঁচ প্যাঁচ,
  কেউ মারে টানে টান,
                  পিক ফেলে ফ্যাচফ্যাচ।।
কারও সেথা পকেট খালি,
               কারও মিষ্টি মুখে মিষ্টি বলি,
কেউ সেথা মজা নিয়ে,
                 অহরহ দিতেছে গালি।।
কথায় কথায় তর্ক বাধে,
                কেউ করে ওকালতি,              কারও জীবন পুড়ে চা রাধে,
              হাতে ধরে জলের বালতি।।
কেউ সেথা মুখের মার্ডার,
                কারও হাসি খলখলানি,
হয়  যে শুধু চায়ের অর্ডার,
          মরণ দেখি কাপ আর কেটলি খানি।।

দল গড়া চলে,
               আরও চোখ রাঙারাঙি,
মুখে মন গড়া বলে,
               করে কথা ভাঙাভাঙি।।
কারও শিক্ষিত,শক্তিশালী,
                    কারও মুখ্য সুখ্য ভীতি,
কখনো কখনো খেত খামার,
             তো বেশির ভাগই চলে রাজনীতি।।
এইতো মানুষের আরাম,
                  এভাবেই চলন্ত জান ও মান ,
আরও কাজ ও কাম,
                    সদা উপস্থিত চায়ের দোকান।।
(কালাম হাবিব)
(সাহাবানচক,)
(বেদরাবাদ,)
(মালদা) -----