"আসামি"
"""""""""""""""""""
অতি যত্নে,      
কত রত্নে
ভরিয়ে তুলে,
উদ্দেশ্য ভুলে
গড়েছিলে সাধের অট্টালিকা।
ক্ষণিকের চরাচর,
সুখের বরাবর
ঝটকা তুফান এসে,  
দিয়ে যাবে শেষে
নিভিয়ে তোমার দীপশিখা।
রইবে পড়ে অনল হীনে,
স্তব্ধতায় কত রাত্রি দিনে।
তোমারই বিরহ ব্যাথা,
স্বজনেরই মনে গাথা
রবেনা চিরদিন,
হয়ে পড়বে সবাই সীমাহীন,
একদিন তোমায় ভুলবে।
গহিন ভিতরে চিরদিন রবেনা পড়ে।
ভেবনা তুমি,
প্রসারিত হবে ভূমি
তোমায় আবার দেবে গড়ে।
রাখবেনা গহিনে
শেষ বিচার দিনে
মহান স্রষ্টা তোমায় কাঠগড়ায় তুলবে।।
                     (-২৪/-১০/-২০১৮)