"তখন পাবে"
(২১/১০/২০১৮)
আগমনের উদ্দেশ্যটা জানেনি তাই,
এত আজ মাতামাতি।
স্কুল,কলেজ আর ভার্সিটিতে জ্ঞান নয়,
শুধু ডিগ্রী হয় রাতারাতি।
বোঝেনা অবুঝ মন তাই,
খেলা চলে গ্রাম থেকে দেশ।
অবুঝ মন দেখেনা নিজের দিকে,
কোথায় তার শেষ।
আভাস তার সয় না গাই,
ভুলে রয় দেহটা কার।
সারাক্ষণ বহে ডিগ্রীর বোঝা,
হয় না জ্ঞানের জিম্মাদার।
চোখ থেকেও অন্ধ!
হয়না চোখের কাজ।
পেয়ে যাবে সর্ব পাওয়া!
যদি কেয়ামত হয়ে যায় আজ।