(11)**নারীর জাতি **
বন্ধু আমায় বলে,
রঙ্গ তামাশার ছলে,
ধ্যান দিয়ে মোর শোন।
শুধু পোশাক পড়ার দোষে,
কোন্ ধ্যান ধারনায় রোষে,
মোর কাছে হতেছে অগণন।।
বন্ধু আমায় প্রশ্ন করে বলে,
এ আবার কেমন করে চলে,
বলতো আমায় খুলে।
সে তো  অন্য এক গোষ্ঠী,
পাই না কোন্ ষষ্ঠী,
সে যায় তার মান ভুলে।।
যা করে নায় তার তিন পূরুষে,
তা কিভাবে করবে শুরু সে,
পরিবর্তন আসবে কি তার কূলে।
যার চৌদ্দো গুষ্ঠিই এক,
সে আর পড়বে কেন গ্যাপ,
শ্রেষ্ঠ বন্ধুই যে তার মুলে।।
শ্রেষ্ঠ বন্ধু কে?
সে পাবে না খুঁজে,
যার ধ্যান ধারনায় আছে ঝুলে।
যার জ্ঞানে,
যার ধ্যানে,
অনায়াসে যাবে সে শুলে।।
স্মরণ থাকিলে এই শুল,
করিতো না আর ভুল,
জানে শুধু বর্তমান।
কাজে তার দূঃখ পেয়ে,
স্বর্গের সুর না গেয়ে,
প্রস্তুত সদা নরকবান।।
তবুও ভাবে না মন,
বেঁচে থাকি যতক্ষণ,
কোথা হতে আগমন তাতো একবার জান।
দেখেনা তো ওজোন,
সম্মানের গজন,
কত নর্মদায় চাপা পড়েছে তার মান।।
সমায়ে সে বুঝবে,
তখন কোথায় খুঁজবে,
ঠিক না রাখলে বর্তমান।
তখন বাজবে না সুর,
মন উড়ে যাবে বহু দূর,
তবুও খুঁজে পাবে না কোন গান।।
বন্ধু কয় এবার তুই  থাম,
বুঝেছি তার কাম,
যা দিলি উত্তর।
সত্যি সে যদি নারীর জাতি হয়,
মনে আসবে তার ভয়,
বলিলাম অতি সত্তর।।
(০১/০২/২০১৮)