এ জন্মে হয়তো আর দেখা হবে না আমাদের।
সেই নদীর ধার, সেই সন্ধ্যেবেলা,
সেই আড্ডা আর কথা বলা,
সেই চুমুর জবাবে চুমু
সেই কোল জড়িয়ে ঘুমু
সেই চোখে চোখ রাখা
সেই ভালোবাসা মাখা
সেই আদর আবদার
সেই ছিঁড়ে যাওয়া তার
তুমি তোমার মতো বাঁচো
আর আমি, আমার মতোই আজও।


এ জন্মে আমাদের আর দেখা হলো না।
তুমি সেই বটগাছ, আর আমি?
তোমার পাশে দাঁড়িয়ে থাকা আমগাছ।