কবিতার খাতায় জমা কষ্ট। ল্যাপটপে নেই চার্জ।
কেমন করে মনের কথা ডিজিট্যাল এ করি মার্জ?
কল্পনা করি ছন্দ। গল্প লিখি কবিতা দিয়ে আমি।
আমার মত পাগল হলে কেউ হবে কি ঊর্ধ্বগামী?
কত কোড, কত রূপক, কত সনেট লিখে ফেললাম।
আজকে আমি ভাবছি বসে ভাই, "আমি কী ছিড়লাম?"


কতজন কত কিছু করে, লিখে, গান গায়, ছবি আঁকে...
রাজনীতির মঞ্চে ভাষণ দেয়, মানুষের পাশে থাকে।
কেউ সফটওয়্যার বানায়, কেউ খেলেছে দেশের হয়ে,
কেউ বড়ো অভিনেতা, কেউ জমি চষে মাঠে গিয়ে...
কেউ কেউ আমার মত ভেবে বসে করে কত আকাম।
আমিও তাই ভাবতে বসি ভাই, "আমি কী ছিড়লাম?"


বন্ধুরা সব এগিয়ে যায়। কাজের চক্করে করে ডিগ্রী।
কাজের নামে স্যালারি নিয়ে করে সার্টিফিকেট বিক্রি।
আমিও কিছু সার্টিফিকেট, কিছু ডিগ্রী পুড়েছি ঝোলাতে।
এসব দিয়ে যদি পারি নিজের দুঃখটাকে ভোলাতে...
বন্ধুরা সব দুঃখ ভোলায়, ভাবতে বসে হাতে নিয়ে রাম।
আর আমি চিরকাল ভাবতে থাকি, "আমি কী ছিড়লাম?"


রাজনীতিও বুঝি একটু, একটু বুঝতে পারি ব্যবসাও।
ডিগ্রীর পড়ার যা অভিজ্ঞতা, আর ঝুঁজেছি সমস্যাও।
বেকার বলে ঠেস মেরে কত কথা শুনেছি দিনরাত...
বেকারত্ব নিয়ে কবিতা লিখে তাই তো মারি ক্যাত!
ক্যাতের সঙ্গে বাকিদেরও কত কিছু ভাবতে দেখলাম।
আর আমি তার সাথে ভাবতে থাকি, "আমি কী ছিড়লাম?"