অপেক্ষা করে কাটছে দিন। উপেক্ষিত হচ্ছি সাথে।
মনখারাপে কাটছে প্রহর, বিরহের সুর চড়ে তাতে।
ভালোবাসি বলতে পারি। তবু বলে কী বা হবে?
ভালোবাসার পরিবর্তে, ভালোবাসা পাওয়া যাবে?


উপেক্ষিত হতে হতে অপেক্ষা করি সবসময়...
অপেক্ষা যারা করে তারাই কেন উপেক্ষিত হয়?
গান বাঁধা হয় তাদের নিয়ে, কবিতা লেখা হয় কত!
ভালোবাসলেই হয়তো সবাইকে হতে হয় উপেক্ষিত!


সময়ের গুণে ভালোবাসা বাড়ে। আদৌ কি এটা সত্য?
ভালোবাসার দোহায় দিয়ে নেওয়া যায় কি প্রেমী দত্তক?


খুব করে কবিতা লিখি, বিরহে প্রেম বরষে...
একটিবার স্নাত হতে চাই তার স্নেহের পরশে!


তাই উপেক্ষিত হতে হতে অপেক্ষা করি সবসময়...
অপেক্ষা যারা করে, তারাই কি শুধু উপেক্ষিত হয়?