শুধু শাড়ীতে তাকে সুন্দর লাগে, এমন বলা ভুল।
কাছে ডাকে তার আঁখি দুই আর ঘন কালো চুল।


গোটানো আস্তিনে আমি ভালবাসা খুঁজে পাই;
চোখ টিকে থাকে তার নীল, কালো বা সাদা-ই।


কথার চমক: সে কী অসাধারণ যে লাগে!
মন মজে যায় তার অভিমান আর রাগে।


চুপ করে থাকা তার, কু-ডাকে মনে মনে...
বুঝি কিছু খুঁড়ে খায় তাকে বেশ সংগোপনে।


পায়ের ও নূপুর বেশ ঝঙ্কার এ কাছে ডাকে...
ডান হাতে ঘড়ি খানা টেনেছে আমাকে।


রাসের রসে যেন মেতে উঠতে চায়, মন।
জানিনা কীভাবে ভালবেসেছি, ভালবেসেছি কখন!


শুধু মার্জিত পোশাকে তাকে দেখি বারে বার!
কবে হবে বলো দেখি, সে আটপৌরে আমার?