শুধু কি ব্যর্থ প্রেম? আর কি কিছু কারণ নাই?
মন টা ভাঙ্গে প্রতিবারই - বেকার হয়ে থাকা দায়!
ঋণের জ্বালায় জর্জরিত গোটা সমাজ গোটা দেশ।
তবু এরা তর্ক করে, ধর্মের নামে ছড়ায় দ্বেষ।
চাকরি দিতে অপারগ ওরা, দায় ঝাড়তে দেয় বিবৃতি।
ডিগ্রী শুধু বোঝায় করো, চাকরি-বাকরি সব স্মৃতি।
মা-এর শরীর বড্ড খারাপ; ভিটে-মাটি-দেনার চাপ!
মানুষ করতে খাটতে খাটতে ক্লান্ত আজ আমার বাপ!
তবু ভোটটা আমরা দিতে যাই, আশার আলো দেখতে-
ভোটের পর নোটের নেতার টিকি পাইনা দেখতে!
কাজটা একই... তবু এরা একে অপরকে দেয় দোষ।
এদের এসব কাণ্ড দেখে আশাবাদীদের আফসোস।
প্রতিশ্রুতি দিনের দিন দিচ্ছে তারা ভোলবদলের!
দিনের শেষে এক্সক্লুসিভ হচ্ছে তাদের দলবদলের।
প্রতিশ্রুতি জমছে শুধু বেকারদের লাশের ওপর।
রাজনীতির অভিপ্রায় শুধু তাদের মৃত্যুর খবর।