মন ভাঙে, আবার জোড়ে, আবার ভাঙা হয়!
ভাঙাজোড়ার যুগে ভাঙাচোরা এ হৃদয়।


সময়ের সাথে প্রলেপ পড়ে, মনের উপর প্রেম!
ভালবাসা জুড়ে হৃদয়ের সাথে, নামের শেষে সার্নেম।
বিয়ে হয়। প্রেম পায় পরিণতি। আবার ভেঙেও যায়!
পরিণয়ের পরে বিচ্ছেদ কি আর মেনে নেওয়া যায়?


কত স্বপ্ন সাজে দুটি মনের তরে, দুটি পরিবার নিয়ে...
প্রেমের পরিণতি হয়তো এটাই, যার নাম বিয়ে।


তবু যেন ভগাদার ইচ্ছেটা অপূর্ণ। ভেঙে দেয় বন্ধন!
দুটো হৃদয়ের মিলনের পর ভেঙে যাওয়ার ক্রন্দন...
সওয়া দায় হয়; সয়ে যেতে হয় তাও বিরহের মধু!
যুগের সাথে তাল মিলিয়ে অপরিচিত বরবধূ।


যারা মন ভাঙে, জুড়তে পারে না সেই ভাঙা হৃদয়...
ফেভিকুইক হয়ে যে আসে, করাতের ধার সেও বয়।