নই হিন্দু আমি, মুসলমান আমি নই।
মানুষ হয়ে জন্মেছি, যেন মানুষ হয়েই রই।
মান-হুঁশ দুই নিয়ে থাকতে আমি চাই
ভারতবর্ষ মা আমার, ভারতবাসী ভাই।
এক পাত্রে খেতে পারি, একসাথে বাঁচতে।
বুকের থেকে রক্ত দেব, ভাইয়ের জীবন রাখতে।।
ভাইয়ে ভাইয়ে খুনোখুনি, এ নয় বিস্ময়।
মহাভারতে হয়েছিল আর এখনও হয়।।
তাই বলে কি শিখব না আর বন্ধুত্ব রাখতে!
পারব নাকি জীবন দিতে ভাইয়ের জীবন রাখতে!
পারব নাকি রুখতে এই শত্রুতা ভাতৃত্বে?
তবে জন্ম কেন এই প্রেমের ভারতে?
একতা আমাদের বল, একতা সম্বল।
ভারত ছাড়া পৃথিবীতে তুই কোথায় পাবি বল?