নতুন করে বলবো কী? বলার তো কিছুই নেই।
ঘুরে ফিরে সেই একই ঘরে সব ফিরে আসবেই।
প্রেম ছিল। ভালোবাসা ছিল। ছিল আবেগের ভিড়।
আজকে আর লাট্টু ঘুরেনা। পরিস্থিতি স্থির।


বিচ্ছেদ বলে কথাগুলো আজ তিক্ত হয়ে উঠেছে।
সম্পর্কের বন্ধন ছিন্ন করে সে তো চলে গেছে।
আমি শুধু একাই স্মৃতির পাতা ঘেঁটে বেড়াই...
পাগল হওয়ার চিন্তাভাবনা কবিতায় এসে ঠেকেছে।


ভাবছি শুধু। ভাবতে সময় লাগছে বড্ড। তবু ভাবি।
কেমন করে ভেঙেছিল আমার মনের ঘরের চাবি।
অস্থির মন, খুবই চঞ্চল, শুধু তারই খোঁজ করে নিত্য।
ভালোবাসার নামে গহীন এ মনে তারই আধিপত্য।


স্বাভাবিক সব হয়ে যাবে ঠিক, বেঠিক যা কিছু ছিল।
মনটা আমার মেনে নিতে না হয় আরেকটু সময় নিল।
আবেগতাড়িত হঠকারিতা সিদ্ধান্তে সব ভুল।
ভুলটাই যথেষ্ট। প্রেম বিচ্ছেদে লাগেনা উকিল ও।


কবির কথা ধার নিয়ে আমি কত কথা বলেছি তারে।
আজকে সেই সময়ের স্মৃতি আমায় কবি বানিয়েছে।
সময় পার হয়। স্মৃতি তবু ঝুলে থাকে পাতার কিনারে।
সেই স্মৃতির বশবর্তী কলম আজকে কাব্যিয়েছে।


ভুল করি। ভুল ভাঙে। আবার ঘটে যায় কিছু ভুল।
ভুলের চোরাবালিতে আটকে গেছি আমি বিলকুল।
বিচ্ছেদ ঘটেছে। প্রেমের সাথে। ভালোবাসা নেই আর।
বিচ্ছেদ যেন চিরসত্য। ঘটেই চলেছে আকছার।