ভাবতেও বেশ অবাক লাগে বৌঠান বলি শোনো,
ব্যোমকেশ তার সত্যান্বেষী নামটা রেখেছে কেন!
"সত্য" বলে ডাকে তোমায়, ভেবেছো কি কখনো?
তোমায় খুঁজে খুঁজেই সে সত্যান্বেষী হলো যেন।


রবি ঠাকুরের সেই মৃগনয়নীর কথা মনে পড়ে?
তোমার মধ্যেই খুঁজছিল তো আমার বন্ধুবরে...
টানা টানা চোখ আর তুমি অপ্সরী সুন্দরী...
তোমায় ছেড়ে আমার বন্ধু সত্যান্বেষী কেমন করি?


সত্য কে খুঁজতে খুঁজতে গোয়েন্দা হয়ে গেল,
আসলে সত্য মানে তুমি, কেউ বুঝতে না পারিল।
ব্যোমকেশ খোঁজে সত্য কে, সত্য মানেই সত্যবতী!
যেই ধরেছি তার কাছে, সে ধরা যে খাইল।


সত্যি বলছি বৌঠান, রাগ করো না যেন...
সবার থেকে বাঁচিয়ে সে সত্য সন্ধানে ছিল!
সত্য মানে সত্যবতী, আমার সাধের বৌঠান;
তার নামে নিজের নাম জুড়ে বন্ধু সত্যান্বেষী হলো।