গল্পটা আবার লেখা যায়, তোমায় আমায় নিয়ে...
তুমি যদি লেখক হও, আর কে আমাকে পায়!
প্রেম না হয় সার্থকতা পাবে না, হবে না তো বিয়ে;
তবু বলে যাবো, জীবনে শুধু তোমাকেই চাই।


তুমি যদি ভালোবাসো আমায়, বলে দিও পারলে।
জিজ্ঞাসা করবো না কোনোদিন নিজের থেকে।
খোঁজ নিয়ে দেখো, তোমার মনের রোগ সারলে,
কেমন করে মন কে মানিয়েছি প্রেমটা পাকার থেকে।


আমার হৃদয়ে শুধু তোমার জন্যই জায়গা আছে,
বাকিটা শুধু রক্তবাহে বয়ে যাওয়া রক্তে ভরা।
মনটা রেখে যেতে চাই ঋণী তোমার কাছেই,
কে জানে, তুমি দিতেও পারো আমার প্রেমে ধরা।


ভালোবাসি বলতে চেয়েও বলা হয়ে উঠেনি আর,
আমি তো মিচকে প্রেমিকা হয়েই থাকতে চেয়েছি।
হারিয়েছি তোমাকে, চেয়েছি কাছে আমার যতবার।
বিচ্ছেদের গান সেই হারানোর কষ্ট তে আমি গেয়েছি।


অধিকার ফলাতে পারতাম, তোমাকে ভালোবাসি বলে।
কিন্তু ভালোবাসা তো এতটাও সস্তা আমার কাছে না।
পেতে পারতাম তোমায় তুকতাক কিছু মন্ত্রের কৌশলে।
কিন্তু ভালোবাসায় বাঁধবো তোমায়, মন্ত্র-বশে না।


ভালোবাসি বলতে চেয়েও, বলা হয়ে উঠেনি আর।
হৃদয়ে তবু তোমার জন্যই রেখে দিয়েছি স্থান।
তুমি রয়ে যাবে হৃদয়ে ততদিন হে প্রিয় আমার...
যতদিন না দেহ, মাটি চাপা পড়ে, দখল করে গোরস্থান।