আমি ছন্নছাড়া প্রেমিক হতে রাজি।
তোমার জন্য গোলাপ নিয়ে হাতে।
বিরক্ত তোমায় করবো সবসময়।
রাগ করবে কি সুন্দরী তুমি তাতে?


কানের পাশের চুলগুলি সরিয়ে,
মাথা তোমার জড়িয়ে ধরবো বুকে...
আলতো হাসি রইবে যেমন ঠোঁটে,
চুমু আঁকবো তোমার ওই চিবুকে।


প্রেমের কবিতা শুনবো দিনরাত...
কানের মাঝে শুধু গলা আমারই!
উল্টোপাল্টা করবো যখন আমি...
বুঝবে, প্রেমিক কেমন যেন আনাড়ি।


রোমান্স ঠিক সেকেলে আর পুরোনো,
বাদাম ভাজা আর নদীর পাড়ের হাওয়া!
হাতে হাত রেখে চলবো আমরা দুজন,
ছন্নছাড়া প্রেমে অলীক কিছু চাওয়া।


অল্প বিস্তর ফারাক খুঁজে পেলেও,
ঠিকঠাক আর ছন্নছাড়া, প্রেমিক দুইই এক!
তোমার চোখে আমার দুচোখ রেখে,
প্রেমের নামে করবো দুজন ভেক।


ছন্নছাড়া প্রেমটা হবে মোদের।
লোকজন সব জেনেও বুঝবে না।
কেমন যেন হারিয়ে গেলে দুজন...
প্রেমী হিসেবে নামটা কেউ খুঁজবে না।