ওই দেখো একলা চাঁদ রয়েছে আকাশে,
কয়েকটা পেঁজা তুলোর মত মেঘ আশেপাশে।


মেঘলা আকাশে তারাদের দেখা নেই।
আর আমি দাঁড়িয়ে আছি মাটির উপরেই।


চারিপাশে উচ্চ অট্টালিকা...
মৃদুমন্দ মলয়ে দীর্ঘায়ী বৃক্ষ...
পাতা ঝরা গাছে আজও পাতা গজায়নি।


স্থির দাঁড়িয়ে তারা আমার সাথে...
আমিও এই পৃথিবীর বুকে দাঁড়িয়ে আছি।


একলা,
   এই বিশাল জগতের ক্ষুদ্র অংশ হয়ে...
   হয়তো অস্তিত্বহীন,
   তবু কিছু আছে আমার...
   এই ধরার বুকে চাওয়ার।


তারই ভিত্তিতে আমি দাঁড়িয়ে আছি।
ছিলাম, আছি আর থাকবো।