মধুসূদন


জন্ম যশোরে তব মহাকবিবর হে!
বরি ত্বমে মোর ছন্দ কথায় যে। চায়
মাফ এই অধম তোমা চরণে। এবে
করি শুরু বন্দনা মধুসূদনে। কী বা
মোর জ্ঞান, কী বা মতি, কী উন্নতি কী বা
অবনতি– তুমি মহাজ্ঞানী, জানো তুমি।


অনুপ্রেরণা তুমি, তুমি স্রষ্টা এহেন
কাব্যের: অমিত্রাক্ষরছন্দের! এ মন
চায় তবে বন্দি ও চরণে হেন ছন্দে।


দত্তকুলোদ্ভব শ্রী মধুসূদন! তব
লেখা করে মোর হৃদয় হরষন। রে
দারুন কাব্যে কি নাটকে কি প্রহসন,
সেরার সেরা তেঁই দত্ত মধুসূদন।
চতুর্দশপদী তে বন্দে এই অধম।


— কলমে কান্তি