এমন একটা কি পাওয়া যাবে?
সাহিত্যপ্রেমী। আর প্রেম করবে।
চোখে চোখ রেখে ভালোবাসবে।
আর কবিতার ছন্দে খুনসুটি হবে।
এমন একটা কি পাওয়া যাবে?


এমনটা কি পাওয়া যাবে আদৌ?
যে রাগী আবার কষ্ট পেলে কাঁদেও!
ঠোঁট ফুলিয়ে ভালোবাসার আর্জি
আবার খুন্তি ধরে ভালোমন্দ রাঁধেও।
এমনটা কি পাওয়া যাবে আদৌ?


এমন একটা চাইছি আমি শুধু:
নাচের বশে করবে যে এক যাদু;
যেমনধারা উর্বশী এসে মর্তলোকে
ধ্যান ভাঙিয়েছে বড়ো বড়ো সাধুর!
ঠিক তেমনটাই চাইছি যে শুধু।


এমনধারা পাবো আমি কবে?
ভালোবাসায় ভরিয়ে আমায় দেবে।
শুকনো মুখেও মিষ্টি হাসির ঝলক
পাগল করে বুকে জড়িয়ে নেবে!
এমনধারা বলো পাবো কবে?


এমনধারা পাওয়া লোভে আমি,
নিত্যনতুন কবিতায় করি পাগলামী।
একটা কবিতা তারই জন্য লিখি...
আর তাতেই যেন কবি হলাম আমি।
ঠিক এমনটা পাওয়ার লোভ, আমি জানি।


এমন একটা পাওয়া বড়োই চাপের...
সাহিত্যপ্রেমী। আবার নলেজ আছে সাজের।
গুছিয়ে বাগিয়ে গল্প লেখার মত,
জীবনটাকে গুছিয়ে নেবে মহৎ কাজে।
এমন একটা পাওয়া বড়োই চাপের।


এমন একটা প্রেমিকা আমি চাই...
কৃষ্ণ যেমন পেয়েছিলেন রাই!
রাধা কৃষ্ণের প্রেমের মত তাই...
আমিও তাকে বাঁধবো প্রেমের মায়ায়!
ঠিক এমন একটা প্রেমিকা আমি চাই।


খুঁজছি আমি এমন মানুষ! খুঁজে পেলাম কই?
যার মধ্যে পাবো খুঁজে নিজেকে চলনসই।