এই তো এখন গোধূলির সময়...
তোমার হাতের কাছে রংতুলি।
প্রকৃতির লীলায় আমি তুমিময়-
কেমন করে বলো তোমায় ভুলি!


সেই অপরূপ দৃশ্য ভেসে ওঠে...
চোখের সামনে তোমার আঁকা ছবি।
তৈলচিত্রে তুলে ধরা অসামান্যে
কলম দিয়ে লিখেই ফেলে কবি।


প্রতিলিপির অনুভাষ্যে তুলে ধরা
নিত্য নতুন ছন্দে হয় তৈরি...
গানের ভাষায় সুরের ছোঁয়ায়
মন ভরায় আমাদের সব বৈরী।


রেলপথে যাওয়ার সময় দেখা
গোধুলিবেলা আর সূর্যাস্তের পরিবেশ
আর দিগন্তে তৈরি সরলরেখা
মনে করায় এই তো আমার দেশ।


তোমার সাথেই মিশেছে সব চিত্র।
তুমি এক আর অদ্বিতীয়, হে জন্মভূমি!
তুমি মা তুমিই তো আমার মিত্র...
গুরু তুমি। তোমার পায়ে আমি চুমি।