ভাবিনি এভাবে দেখা হবে তোমার সাথে আমার...
চোখে চোখ মেলে গিয়ে হবে সংক্ষিপ্ত সাক্ষাৎ!
কী জানি ভাগ্যে কী লিখেছিলেন বিধাতা আজকে,
তোমার সাথে দেখা হয়ে গেল আমার অকস্মাৎ।


কেমন যেন ছন্দ হারিয়ে ফেললাম আমি তখন...
তোমায় দেখে কথা বলার আবেশ হারিয়ে ফেলেছি!
কত কথা জমা ছিল তোমায় বলার জন্য এতদিন,
তোমায় দেখে হঠাৎ করেই, আমি ভুলে গিয়েছি।


গায়ের ওই পোশাক খানি বেশ মানিয়েছিল তোমার,
চুলের ওই আবিষ্টভাবও ছিল আজ বেশ আকর্ষণীয়!
এমন এক আকর্ষণে আমি স্থিতাবস্থা হারিয়ে ছিলাম...
মনটা যেন হঠাৎ তোমায় দেখে হয়ে গেছিল ম্রীয়!


খুব সম্ভব এমন অবস্থা অনেকেরই হয়ে ছিল।
তবু আমার তোমার সম্পর্ক একটু আলাদা তো জানো।
তাই আমার ভাবে ভাবাবিত কেউ ছিল না তখন...
এমন ভাবাবেশে কেউ আসবেই না কক্ষনো।


কী যেন এক তুকতাক হয়ে গেল আমার উপর...
ক্লান্ত পথিক হঠাৎ করে জল পেলে যেমন হয়...
হতবাক হয়ে ক্ষণিকের সময় তোমায় দেখে হলো পার!
এতদিন জানতাম, আমার ভাগ্যে এমনটা হওয়ার নয়।