একই পথে হেঁটে চলি সবাই- জন্ম থেকে মৃত্যু!
তবু বলেন রাস্তা আলাদা যত দার্শনিক মিথ্যুক।
বারবার আসা যাওয়া একই পথ জন্মান্তরের...
জীবন সমুদ্রের এক পাড়ে জন্ম, মরণ অন্য প্রান্তরে।


জাহাজ বয়ে নিয়ে যায় মানুষেরে পারাপারে-
এই সবুজ এই লাল কত রঙের খেলা দরবারে।
নানা রঙের দিনগুলি রঙিন থেকে বেরঙিন হয়!
জীবনের রং তামাশায় জীবন নিজেই তো হয় ক্ষয়।


জীবন যেমন ছন্নছাড়া, একটা সাজানোর মানুষ খোঁজে...
ঠিক তেমনই প্রকৃতির লীলায় ছন্নছাড়া হয়ে বাঁচে।
একটা দুটো পথের বাধা অভিজ্ঞতায় কাটিয়ে ফেরে;
হোঁচট খেয়েও সামলে নিয়ে জীবন আবার এগিয়ে চলে।


সময়ের ব্যবধানে যুযুধান সব কাটিয়ে নিয়ে
একই পথে একই ভাবে জীবন আবার যায় এগিয়ে।