রাস্তা ঘাটে চলতে গেলে মানুষ ভালোই সাজ করে।
সাজের কারণ একটাই, পোশাকে সবাই জাজ করে।


মেয়েরা সাজে গোলাপী তে, ছেলেরা সাজে নীল-কালো!
এমন সাজে সাজলেই তো লোকেরা বলবে ভালো।


সাজের বহর বাড়ে কমে যেমন তারা কাজ করে...
সাজ দেখেই কাজের খেতাব মানুষ কিন্তু জাজ করে।


ডাক্তারের সাদা কোট, উকিলের কোটটা কালো।
মানুষের মনে এমন জাদু, ভালো সাজলেই ভালো।


চুলের কাটিং, পোশাকের গঠন, এসব মাথায় কাজ করে।
সাজের বহর দেখেই তো সম্মান দিতে লোক জাজ করে।


কবিতাতে ছন্দ সাজে, শব্দ সাজে গল্পতে।
গানের বহর সুরে হবে, মিটবে না শখ অল্পতে।
নেতা সাজে সাদা পোশাকে, শিক্ষক সাদামাটা।
শিক্ষার্থীরা একই ফর্মে সাজিয়ে নেয় জামাটা।


রাজনীতি ভালো বোঝে। মানুষের জন্য কাজ করে।
তবুও মানুষ রং টা দেখে ভোটের সময় জাজ করে।


রাস্তা ঘাটে চলতে গেলে পথচলতিরা জাজ করে।
রোগা মোটা কালো ফর্সা এসব ভাবনায় কাজ করে।


ছেলেরা দেখে মেয়ে, মেয়েরা ছেলে দেখে...
এসব চলে সবসময়ই জাজ করা চোখে...


বডি শেমিং, জিরো সাইজ, ফ্যামিলি প্যাক মাথায় ঘোরে...
এসব নিয়েই একজনকে আরেকজনে জাজ করে।


আসবাব সব গুছিয়ে রাখো। পোশাক রাখো ভাঁজ করে।
নয়তো সমাজ মানবে না তোমায়, কারণ সমাজও জাজ করে।


নানারকম সৌন্দর্যে মানুষ সুন্দর হতে সাজ করে।
তারা জানে ভালোই, পথচলতিরা তো জাজ করে।