আস্তে আস্তে সবই হলো, প্রেম গল্পকথা!
এবার তবে আসি বন্ধু, তুই একলা থাক।


এই তো চলে জীবনভর, সম্পর্ক নেই অটুট!
পাশে থাকার প্রতিশ্রুতি, নেতার ভাষণ, ঝুট।


শুকনো মুড়ি চিবিয়ে খাই, লঙ্কা আর চপ নেই!
শশাকুচি, পেঁয়াজ কলি, কল্পনার অবকাশেই।


চারিদিকে মানুষজন আমার মতোই আজীব!
দেখা হলেই প্রেম চায়, প্রেমে পড়তে রাজি।


অবাক পৃথিবী প্রেমের ঘড়া। ঢাকনা নেই আঁটা।
প্রেমের মানুষ বিদায় নিল, রাস্তায় ছড়া কাঁটা।


মুগ্ধ হওয়া বাকি আছে, মুখের পানে চেয়ে...
অবাক হওয়ারও অনেক বাকি, বাংলা দারু খেয়ে।


খেয়াল খুশি, খুদগার্জি, ঘুমের অতল থই...
তুমি আমি একই আছি, একে অপরের নই।