প্রেমের নামে মানুষের মনে কতই অবিশ্বাস!
আজকের এই দুনিয়াতে কোথায় প্রেমের বাস?
সুপ্ত হওয়া কাম বাসনা - এটাই নাকি প্রেম!
অষ্টাদশ থেকে আটের দশক থাকাটাই প্রব্লেম।


ব্যারিকেড আর মিছিলের সম্পর্ক তো অটুট!
তেমন যদি প্রেমটাও না ধরত অন্য রুট...
আন্দোলনের সাথে ইনকিলাব ও হত আজ
প্রেমিক প্রেমিকা করত প্রেম ফেলে অন্য কাজ।


প্রেমের প্রতীক লাল গোলাপ! আর বিদ্রোহে?
লাল নিশান উড়িয়ে সবাই আন্দোলনে রহে।
লাল দিয়েই টিকে থাকা আর পরিবর্তন আসে।
প্রেমের বিপ্লব তাই লাল ইনকিলাবে ভাসে।


অষ্টাদশ থেকে আটের দশক টিকতে যদি হয়...
প্রেমের তরে মনটাকে বিলাতে হবে নিশ্চয়!
লাল নিশানের ইনকিলাবে লালকিলাব হবে।
বাঁচবে প্রেম প্রেমের মতো ভালবাসায় তবে।।