লাশের ’পরেই চলছে ভোট, ভোটের নামে প্রহসন!
অধিকার আজ লুট করেছে মসনদে যে চায় আসন।
আসন নিয়ে টানাটানি, খুনোখুনি আর মৃতের ভিড়...
নিশানায় শুধু আসন আছে, রক্তনদীর একটি তীর।


জোয়ান মরদ মারা গেল, বউয়ের চড়ল সাদা থান...
ছেলে হারিয়ে পাগল বাবা, কে করবে শোকত্রান?
হাল ফেরানোর স্লোগান দিয়ে, ইনকিলাব আসবে ঘরে?
বদলা তো অনেক হলো, বদল আনার মধুর তরে!


বিস্মিত হয়ে দেখতে থাকে পাকিস্তানের চ্যাংড়া জাসুস...
ভোটে যা খুনোখুনি হয়— রক্তধারাতেই খুশি মানুষ।
বোমাবাজি, গুলিছোড়া কিংবা কাঁটা মাথা গ্রামের মোড়ে...
এসব নিয়েই খুশি মানুষ, শান্তি শৃঙ্খলার কে কেয়ার করে!


লাগামছাড়া পাগলা ঘোড়া ছুটে যেমন, ঠিক তেমনই
ভোটের স্রোতে মরছে মানুষ, হিসেব রাখবো? কেমনই!
তোমার আমার সবার তরে, ভোটের হাওয়া সবার ঘরে,
তাই বলে কি ভোটের হাওয়া চললে পরে মানুষ মরে?


রাজনীতি করছে যারা, তারাও বেশ লুটছে মজা...
প্রেমের কথা বলতে গেলেই, খাচ্ছে আধাচাঁদ।
লাশের ’পরে চলছে ভোট, লাশ নিয়েই হচ্ছে জোট!
ভোটের নামে লুঠতরাজ ভাঙছে এবার বাঁধ।
ভোটের উল্লাসে মাতে সবাই, লাশে পায়না কাঁধ।