কারো রাতভর গল্প করার মানুষ, কেউ প্রচণ্ড একা।
কারো রোদে ছাতা কেউ, কেউ চাঁদেরও পায়না দেখা।
কারো স্বপ্ন পূরণ করা, কারো অপূর্ণ থাকে ইচ্ছে...
কে কী ভাবছে কী আসে যায়? কেই বা পাত্তা দিচ্ছে?
শিরোনামে কেউ উঠছে এসে অবান্তর সব কথা বলে...
কারো কাজ ধামাচাপা পায়, সবাই ভুলে যায় অবহেলে।
সময়ের অভাব সবার কাছেই, সবাই আজকে ব্যস্ত!
একটু সময় বার করতে হবে, কিন্তু ভাঁড়ার শেষ তো।
মনখারাপের দাওয়াই কী? কী বা তার বিকল্প?
মানুষ আর যন্ত্র হয়েছে, অনুভূতি বিকল তো।
কথা বলার মানুষ নেই, নেই সুখ দুঃখ ভাগ করার;
হাসি ঠাট্টা গান গল্পে কেউ নেই জড়িয়ে ধরার।
বড্ড একা হয়ে যাই আজকাল, একলা থাকার অভ্যেসে!
একলা এসেছি ধরায়, আর একলাই যেতে হবে শেষে।