আজকে ঠিক ঘুমিয়ে যাব তোমার আদর ছাড়া,
এতদিনের এই বদভ্যাস আজকে দেবেনা তাড়া।
তোমার কোলে মাথাটি রেখে সোহাগ যা পেতাম...
দেবেনা ঠিকই মনকে আর সেই সোহাগ নাড়া।


আঙুল দিয়ে চুলের মাঝে বিলি কেমন দিতে...
কপাল জুড়ে হাতের ছোঁয়ায় ঘুমেরা দিত ডাক!
কানের কাছে সেই সুরের মায়া আজকে নেই,
দেখবে ঠিকই আমার কেমন ঘুম পাওয়ার রাগ।


চোখের কোণে আবেগ নেই, ভুলিয়ে দিয়েছি সব।
শান্তি নিয়ে ঘুমের জন্য তোমাকে কেন চায়?
শীতল হাতের সেই ছোঁয়া বাঁধছে আর এখন?
খোকা এখন মাকে ছাড়া ঠিক ঘুমিয়েই যায়।


দূরত্ব, শুধু দূরত্ব বাড়ায়, নিয়ে যায় আরো দূর!
মাকে ছেড়ে থাকতে শেখার আলাদাই অনুভূতি!
মায়ে যতই আদর দিক, স্নেহ দিক তার সাথে...
এসব বদভ্যাস ভেবে হবে যাবে অগ্ন্যাহুতি।


মায়ের কোলে ঘুমিয়ে পড়ার দিন যে হলো শেষ।
বাড়ি ছেড়ে থাকার জীবন এবার হবে শুরু!
সত্যি কি মায়ের আদর ভুলতে বসবো এবার?
আগে লেখা কথা পড়ে, কুঁচকে উঠে ভ্রু।


ভুলবো মা কে? সত্যি বলছি, হবে না আমার দ্বারা!
কেমন করে অভ্যাস হবে থাকা আমার মা কে ছাড়া!